পদত্যাগের ব্যাখ্যা দিতে আসছেন হাথুরু
|  | 
| পদত্যাগের পর গত দুই মাসে বিসিবির মুখোমুখি হননি হাথুরুসিংহে | 
কিন্তু পদত্যাগের পর গত দুই মাসে বিসিবির মুখোমুখি হননি হাথুরু। শ্রীলঙ্কার সঙ্গে চুক্তির সব আনুষ্ঠানিকতা সেরে তবেই আসছেন ঢাকায়। হাথুরুর সঙ্গে কী আলোচনা হতে পারে, বিসিবির পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান আজ সন্ধ্যায় মুঠোফোনে বললেন, ‘ও আসবে শুনেছি। তবে কখন আসবে নিশ্চিত না। সে এলে শোনা হবে, কেন কী কারণে পদত্যাগ করল। সে আসছে তার পদত্যাগের ব্যাখ্যা দিতে।’
বিসিবি সভাপতি নাজমুল হাসান কদিন আগে জানিয়েছিলেন, ৯ ডিসেম্বর আসতে পারে বাংলাদেশ দলের অন্যান্য কোচিং স্টাফরাও। তবে কাল কোচের সাক্ষাত্কার দিতে ফিল সিমন্স আসবেন কি না, সেটি নিশ্চিত নয়।
 
 
 
 
 
 
 
 
 
 
কোন মন্তব্য নেই