নরসিংদী জেলার সুন্নী মহাসমাবেশ আগামী দিনে সুন্নীয়ত অঙ্গনে নতুন করে গণজাগরণ সৃষ্টি করবে

আল্লামা সৈয়দ মাহমুদ আশরাফ আল আশরাফি আল জিলানী

প্রাকৃতিক বৈরী আবহাওয়া উপেক্ষা করে ও আহলে সুন্নাত ওয়াল জামা'আত নরসিংদী জেলার উদ্যোগে আয়োজিত তিনদিন ব্যাপি সুন্নী মহাসমাবেশে লাখো জনতার স্বতস্ফুর্ত উপস্থিতিতে আজ সমাপ্ত হল। উক্ত সমাবেশে উপস্থিত ছিল আল্লামা সৈয়দ মাহমুদ আশরাফ আল আশরাফি আল জিলানী, পি এইচ পি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, আহলে সুন্নাত ওয়াল জামা'আতের নির্বাহী মহাসচিব ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টে সাংগঠনিক সচিব জননেতা আলহাজ্ব আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল কাদরী, যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক যুবনেতা সৈয়দ মোহাম্মদ আবু আজম, ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি মাওলানা আবু নাসের মোহাম্মদ মুসা ও ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আদর্শে আদর্শিত বহু ওলামায়ে কেরাম ও মুসলিম জনতা।
নরসিংদী জেলার সুন্নী মহাসমাবেশ কে সফল করার লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ যারা দিনরাত পরিশ্রম করে আজ তারা স্বার্থক হল সেই সকল ব্যক্তিদের উদ্যেশ্য করে সুন্নী নেতৃবৃন্দ বলেন শহর ও গ্রামের সহজ ও সরলমনা সকল মুসলমান গন ইসলামের সঠিক পথ ও মতে পরিচালিত হতে আজ এমন ঐতিহাসিক সুন্নী মহাসমাবেশে অতিব জরুরী। তারা আরো বলেন ইসলাম ও কোরআন/হাদিসের কথা বলে আজ কিছু স্বার্থন্বেষী ছদ্মবেশী আলেম কোরাআন ও হাদিসের অপব্যাখ্যা করে ইসলামের অমিয়শান্তিকে অবিরত বিনষ্ঠের চেষ্টা করছে। তাই ইসলামের শান্তির বানী সর্বস্তরে পৌছে দিতে একমাত্র নাজাত প্রাপ্ত দল আহলে সুন্নাত জামা'আতের উদ্যোগে বর্তমান সময়ের পেক্ষাপটে দেশের প্রতিটি প্রান্তরে এমনি করে সুন্নী মহাসমাবেশ আয়োজন করা অতিব জরুরী। তাই তারা নবী ও অলিপ্রেমিক সুন্নীমনা সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে একটি ফ্লাটফর্মে এসে আল্লাহ হুকুম, নবীজির আদেশ ও ইসলামের শান্তিরবানী সর্বস্তরে পৌছে দিতে নরসিংদী সহ দেশের সকল স্থানে এমনি ঐতিহাসিক সুন্নী মাহাসমাবেশের আয়োজন করার জন্য নরসিংদী বাসী সহ বাংলাদেশের সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে অনুরুধ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.