বোয়ালখালীর শ্রীপুর বুড়া মসজিদের ব্যাংক হিসাবে ১ কোটি ১৭ হাজার ৩৬৩ টাকা জমা হলো

 
বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের ব্যাংক হিসাবে জমা হলো আরো ৩ লক্ষ ২৭ হাজার ৩৬৩ টাকা।  মঙ্গলবার (১২ ডিসেম্বর) ২৩ দফায় মসজিদের দানবাক্সের টাকা গণনা শেষে ব্যাংক হিসাবে এ টাকা জমা করা হয়।

এনিয়ে গত তিন বছরে মসজিদের দানবাক্সের টাকা ব্যাংক হিসাবে ১ কোটি ১৭ হাজার ৩৬৩ টাকা জমা হয়েছে বলে জানিয়েছে মসজিদের অফিসিয়াল মোতোয়াল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার।

টাকা গণনাকালে উপস্থিতি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ফোরকান এলাহী অনুপম, শ্রীপুর-খরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মো. মোকারম, মসজিদের ওয়ারিশানদের পক্ষে নুরুন্নবী চৌধুরী, মুয়াজ্জিন মাওলানা এয়াকুব আলী, ইউএনও অফিসের মো. ইউচুপ, মুসল্লী শেখ কপিল উদ্দিন, মাওলানা মো.জাহিদ, মো.ইব্রাহীম চৌধুরী, আবদুল গফুর, মো. আবদুল মান্নান, ফয়েজ আহমদ, লেয়াকত আলী, জয়নাল আবেদীন ও জাহাঙ্গীর আলম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.