কানে হেডফোন, লরির ধাক্কায় গেল প্রাণ
রোববার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর বন্দর থানার ফ্রি-পোর্ট মোড়ে এ ঘটনা ঘটে।
আকাশের বাড়ি বাঁশখালী উপজেলায়। নগরীর আলকরণ এলাকার একটি স্বর্ণের দোকানের কর্মচারী তিনি।
বিষয়টি
নিশ্চিত করে বন্দর থানার এসআই মোহাম্মদ মহসিন জানান, সাইকেলে
চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে লরির ধাক্কায় এক যুবক ঘটনাস্থলেই মারা গেছেন।
কানে হেডফোন লাগানো অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই