দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার
আজ রবিবার বৃষ্টির আগ পর্যন্ত রংপুর রাইডার্সের সংগ্রহ ৭ ওভারে ১ উইকেটে ৫৫ রান। আগামীকাল সোমবার ঠিক এই জায়গা থেকেই ম্যাচটি শুরু হবে বলে জানিয়েছে ক্রিকইনফো। এর আগে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি যথাসময়েই শুরু হয়েছিল। টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কুমিল্লা ভিক্টোরিয়ানস।
ব্যাটিংয়ে নেমে ক্রিস গেইল এবং জনসন চার্লস ভালোই শুরু করেছিলেন।
তবে গত ম্যাচের মত ক্যারিবিয়ান দানবের ইনিংসটি বড় হয়নি। মাত্র ৩ রান করে মেহেদী হাসানের শিকার হয়েছেন তিনি। চার্লস ২৬ বলে ৪৬* এবং ম্যাককালাম ৬ বলে ৪ রান নিয়ে অপরাজিত আছেন।

কোন মন্তব্য নেই