গিয়াসউদ্দিন আজম শাহর মাজার , সোনার গাঁ


 

গিয়াসউদ্দিন আজম শাহর মাজার , সোনার গাঁ

গিয়াসউদ্দিন আজম শাহ (শাসনকাল ১৩৮৯-১৪১০) ছিলেন প্রথম ইলিয়াস শাহি রাজবংশের তৃতীয় সুলতান। তিনি তৎকালীন বাংলার সুপরিচিত সুলতানদের অন্যতম ছিলেন। তার প্রকৃত নাম আজম শাহ। সিংহাসন আরোহনের পর তিনি গিয়াস উদ্দিন আজম শাহ নাম ধারণ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.