বোয়ালখালীর ইউএনও হচ্ছেন বেগম আছিয়া খাতুন

বেগম আছিয়া খাতুন

চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগ দিচ্ছেন বেগম আছিয়া খাতুন। সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা।
বিভাগীয় কমিশনার অফিস সূত্র জানায়, আগামী ১৭ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করবেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম আছিয়া খাতুন। সর্বশেষ গত ১৪ সেপ্টেম্বর থেকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন এই সিনিয়র সহকারী সচিব।
এর আগে ২০১৬ সালের ১৯ মে থেকে ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম সদর সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) পদে কাজ করেন বেগম আছিয়া খাতুন। ২০১৫ সালের ২০ জুন থেকে ২০১৬ সালের ১৮ মে পর্যন্ত তিনি ছিলেন সাতকানিয়ার সহকারি কমিশনার (ভূমি)। কর্মজীবনের শুরুতে ২০১২ সালের ৩ জুন থেকে ২০১৫ সালের ২০ জুন পর্যন্ত চট্টগ্রামে সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন বেগম আছিয়া খাতুন।
২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেন তিনি। ২০১০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর শেষ করেন নারায়নগঞ্জের বাসিন্দা বেগম আছিয়া খাতুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.