ঝুঁকি নিয়ে সেন্টমার্টিন থেকে ফিরলেন আড়াইশ' পর্যটক


বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় সেন্টমার্টিনে আটকে পড়া সাত শতাধিক পর্যটকের মধ্যে আড়াইশ' জন ঝুঁকি নিয়ে ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। রোববার ১২ টার দিকে তারা টেকনাফ পৌর এলাকার কায়ুখখালী ঘাটে এসে পৌঁছান বলে জানিয়েছেন সেন্টমার্টিন বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আলম। তিনি জানান, গত শুক্রবার সেন্টমার্টিনে বেড়াতে আসা সাত শতাধিক পর্যটক বৈরী আবহাওয়ার কারণে সেখানে আটকে পড়েন। রোববার পাঁচটি ট্রলারে করে আড়াইশ' জন সেন্টমার্টিন থেকে টেকনাফে ফিরে এসেছেন। তবে তাদের মধ্যে ৪০ জন স্থানীয় অধিবাসী। এখনও আরও সাড়ে চার শতাধিক পর্যটক সেন্টমার্টিনে রয়ে গেছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন সিদ্দিক জানান, ঝুঁকি নিয়ে ট্রলারে করে আড়াইশ' পর্যটক টেকনাফে ফিরে এসেছেন বলে তিনি শুনেছেন।
তবে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে আর কেউ যাতে ফেরার উদ্যোগ না নেয় সেজন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের কাছ থেকে যাতে অতিরিক্ত অর্থ আদায় করা না হয় সেজন্য হোটেল মালিক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে জাহাজ দিয়ে আটকে পড়া অবশিষ্ট পর্যটকদেরও নিরাপদে টেকনাফে ফিরিয়ে আনা হবে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আহমদ জানান, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় শনিবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে সেন্টমার্টিনে কয়েকশ পর্যটক আটকা পড়ে। এর মধ্যে শনিবার সকালেই ঝুঁকি নিয়ে ট্রলারে করে প্রায় তিনশ' পর্যটক টেকনাফ ফিরে গেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.