চট্টগ্রামে আসছেন বাইতুল মুকাদ্দিসের খতিব
প্রথমবারের মতো মুসলিমদের প্রথম কেবলা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দিস তথা আল আকসা মসজিদের গ্রান্ড খতিব শাইখ ড. ইক্করমা সাইদ আবদুল্লাহ সাবরী চট্টগ্রামে আসছেন। তিনি নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদে ২৮ জানুয়ারি ১৮তম আন্তর্জাতিক কেরাত সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি এশার নামাজে ইমামতি করবেন।
সোমবার (২২ জানুয়ারি) সকালে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান এসব তথ্য জানান।
আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) উদ্যোগে এ সম্মেলন ব্যবস্থাপনায় রয়েছে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ। সার্বিক সহযোগিতায় রয়েছে পিএইচপি ফ্যামিলি।
সুফি মিজান বলেন, গ্রান্ড মুফতি ২৫ জানুয়ারি ঢাকায় আসবেন। ২৬ জানুয়ারি বায়তুল মোকাররমে একটি কর্মসূচিতে অংশ নেবেন। ২৮ জানুয়ারি চট্টগ্রাম আসবেন। কেরাত সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পাশাপাশি আনজুমান সিকিউরিটি ফোর্স, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার ছাত্ররা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন।

কোন মন্তব্য নেই