ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাজশাহীতে ঈদে মিলাদুন্নাবী পালিত
![]() |
| রাজশাহীতে ঈদে মিলাদুন্নাবী পালিত |
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাজশাহীতে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর শুভ আগমন ও ওফাত দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নাবী (১২ রবিউল আওয়াল) পালিত হয়েছে।
বুধবার সকাল নয়টায় এ উপলক্ষে গাউছিয়া কমিটি নগর শাখার উদ্যোগে নগরীর শিরইল কলোনি বায়তুল মামুর জামে মসজিদ থেকে প্রতি বছরের ন্যায় এবারো ভাবগাম্ভীর্য ও জাকজমকভাবে ধর্মীয় র্যালি বের করা হয়।
র্যালিটি মসজিদ প্রাঙ্গন থেকে বের হয়ে দরগাপাড়া হযরত শাহ মখদুম (রহ.) এর মাজারে চাদরপুসি, পুস্পস্তবক অর্পন ও মাজার জিয়ারতরে মধ্য দিয়ে শেষ হয়। মাজার জিয়ারত শেষে সমগ্র মুসলিম উম্মার এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন, শিরইল কলোনি বায়তুল মামুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আতাউল মোস্তাফা কদেরী। র্যালি শেষে মসজিদে ফিরে মিলাদ মাহ্ফিল ও দোয়ার পর ঐতিহ্যবাহী তাবারুক বিতরণ করা।
এসময় গাউছিয়া কমিটির সভাপতি ড. শরিফুল ইসলাম, সহ-সভাপতি জাহিদ হোসেন মুন্না, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ জাহান আলী, প্রচার সম্পাদক খালেদ হোসেন ভোলা, আজাহার আলী, মাহবুব আলম, অ্যাডভোকেট আলী সিদ্দীক, জমসেদ আলী, আসলাম, নজরুল কাওশার সালাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই