বিশ্ব শান্তির জন্য নবী-ওলীর জীবনাদর্শ অনুসরণ করতে হবে

বুধবার সকালে লাখো জনতার অংশগ্রহনে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো জশনে জুলুসে ঈদে মিল্লাদুন্নবী(সঃ) ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ।


আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়ার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।
মহাসমাবেশে সভাপতিত্ব করেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদনশীন হযরত শাহসূফী  মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাদ্দাজিল্লুহুল আলী।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অধীনে রাজনৈতিক অনুশাসন, ধর্মীয় অনুশাসনসহ সব ক্ষেত্রেই শান্তি বিরাজমান।  আজ সবগুলো ইসলামী দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।  স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুই প্রথম ইসলাম প্রচারের সুযোগ করে দিয়েছিলেন।  সত্যিকারের ধর্মপ্রিয় মানুষ কখনো সহিংস হতে পারে না। 
তিনি আরো বলেন, অতি উৎসাহী কিছু সংখ্যক মানুষ ধর্মের দোহাই দিয়ে অশান্তি সৃষ্টি করছে।  সামনের নির্বাচনে তিনি সকলের সহযোগিতা চান।  এরূপ শান্তি সমাবেশ দেশে আরো বেশী বেশী অনুষ্ঠিত হোক এমন প্রত্যাশা করেন প্রধান অতিথি।

সভাপতির বক্তব্যে হযরত সৈয়দ মাওলানা সাইফুদ্দীন আহমদ আলহাসানী বলেন, মহানবী আহমদ মোস্তাফা মোহাম্মদ মোস্তাফা (দঃ) দুনিয়ায় শুভাগমন মানবজাতিসহ জগৎবাসীর জন্য আল্লাহ পাকের বিশেষ রহমত ও অনুগ্রহ স্বরূপ।  আমাদের প্রিয় নবীর শুভাগমন না হলে সৃষ্টি জগৎ অস্তিত্বই লাভ করতো না।  রাসুল (সঃ) দুনিয়ায় শুভাগমনের মূল উদ্দেশ্যই হলো একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ সম্প্রীতিময় মানবিক বিশ্ব সমাজ গড়ে তোলা। তখনকার আরব ভূখন্ডের অন্ধকার ও অজ্ঞানতার বিপরীতে (সঃ) শান্তি, সাম্য ও সম্প্রীতির মানবিক বিশ্ব গড়ে তুলে অবিস্বরণীয় হয়ে আছেন।

 হযরত সৈয়দ সাইফুদ্দিন আহমদ অশান্তি-হানাহানির বিপরীতে বিশ্বকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে  মহানবী(দঃ) ও নবী রাসুলসহ আধ্যাত্বিক ওলীদের জীবনাদর্শের পূর্নাঙ্গ অনুসরনের আহবান জানান। বিশ্বের মজলুম নিপীড়িত মানুষের পাশে দাড়াতে জাতিসংঘসহ শক্তিধর দেশগুলোর প্রতি অনুরোধ করেন তিনি।


তিনি আরো বলেন, সূফিবাদি সুন্নি জনতা  মহানবীর প্রবর্তিত ইসলাম নির্দেশিত শান্তি সম্প্রীতির উপর প্রতিষ্ঠিত। বাতেল পন্থীদের  মোকাবিলায় সুন্নি জনতার বৃহত্তর ঐক্য কামনা করেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.