৯ ডিসেম্বর চট্টগ্রামে শুরু হচ্ছে এসএমই মেলা




চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে আগামী নয় ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক এসএমই মেলা। বৃহস্পতিবার সকালে নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সংবাদ সম্মলনে একথা জানান চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি মাহবুবুল আলম।
এ সময়, চট্টগ্রামকে দেশের অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায়  সরকারি-বেসরকারি সকল সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ বছর মেলায় ছয়টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ ৩০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.